October 4, 2024, 10:51 am

হবিগঞ্জের প্রিয়মুখ সাংবাদিক আমীর হোসেন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংবাদিকতা জগতের প্রতিকৃৎ ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এডভোকেট মোঃ আমীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আমীর হোসেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে ছাত্রজীবনেই তিনি সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। পরে তিনি আইনজীবী হিসাবে হবিগঞ্জ বারে যোগদান করেন। সাংবাদিক হিসাবে তিনি দৈনিক বাংলা ও বাংলার বাণীর জেলা প্রতিনিধি হিসাবে কাজ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন। ১৯৭২ সালে তিনি হবিগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি এ কাবের ৫বার সভাপতি নির্বাচিত হন। আইনজীবি হিসাবে তিনি হবিগঞ্জের পিপি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগ আন্দোলন, রেল আন্দোলনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি সম্প”ক্ত ছিলেন। হবিগঞ্জ মুক্ত স্কাউটের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্তার সহ-সভাপতির দায়িত্ব ও পালন করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার পুত্র জুলফিকার হোসেন তানজীম এবং কন্যা নুসরাত আফজা যুক্তরাস্ট্র প্রবাসী। অপর কন্যা জিনাত আফজা ঢাকায় বসবাস করেন। তার পুত্র জুলফিকার হোসেন তাজীম সোমবার খবর পেয়েই দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে তার জনাজার সময় এখনও নির্ধারণ করা হয়নি। আমীর হোসেন এর ছোট ভাই মহিবুল হোসেন জিতুও একজন প্রতিতযশা সাংবাদিক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.