,

গয়াহরি-দত্তগ্রাম রাস্তার পুর্ণ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি বাবু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়ক থেকে গয়াহরি-দত্তগ্রাম রাস্তার পূর্ণ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। গতকাল বুধবার বিকালে উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব প্রমূখ। উল্লেখ্য প্রায় ২ বছর আগে সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু বলেন, এলাকার উন্নয়নে আমি বদ্ধপরিকর। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করেন। কিন্তু একটি রাজনৈতিক দল তা বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান। তিনি বলেন দত্তগ্রামে এক অনুষ্ঠানে ওই রাস্তার পুর্ণ সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছিলাম। আজ সেই সংস্কারকাজের উদ্বোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হলো। এতে জনসাধারনের চলাচলের দুর্ভোগ লাগব হবে বলে আশা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর