স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাংবাদিকদের অভিভাবক, মানবজমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার আমির হোসেন গ্রামের মাটিতে শায়িত হলেন চিরনিদ্রায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের চাচাত ভাই হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। এর আগে সকাল ১০টার দিকে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে মরহুমের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। ২য় জানাজায় শরিক হন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সাবেক এমপি চৌধুরী আব্দুল হাই, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, আইনজীবী, রাজনৈক দলের নেতাকর্মী ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। সকাল ৯টার দিকে হবিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হয় প্রেসক্লাবের সাবেক এ সভাপতিকে। এসময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকায় মরহুমের প্রথম জাানাজা অনুষ্ঠিত হয় এবং সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান তিনি। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক আমির হোসেনের মরদেহ প্রেসক্লাবের সামনে রাখা হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তৃতীয় জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু চৌধুরী সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সেক্রেটারি জামাল হোসেন লিটনসহ শিক্ষক, সাংবাদিক, গনমান্য ব্যক্তিবর্গ।