প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুরষ্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা হাজী মনির আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদের রুহের মাগফেরাত কমনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সুরত আলীর সভাপতিত্বে ও ১০নং দেবপাড়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান রুকুতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা বেগম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যাক্তি উক্ত বিদ্যালয়ের দাতা হাজী মনির আহমদ এর উত্তাধিকারী যুক্তরাজ্য প্রবাসী ও সীমা প্রাচীর দাতা মনোহর আলী উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরুব্বি আব্দুল মজিদ, আব্দুল মুকিত, সুন্দর আলী, শিক্ষিকা কাজী আলিমা আক্তার মিতা, নমিতা রাণী পাল, মুশাহিদ আলী, মোঃ নুরুল ইসলাম, আব্দুল মন্নান, ফখরুল ইসলাম, জয়নাল আবেদীন, আলা উদ্দিন, আমজদ আলী, মাওঃ আছাদ খান, অভিভাবক কমিটির সদস্য রুকুদ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। আলোচনা ও পুরষ্কার বিতরনী শেষে উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজের শুভ উদ্ধোধন মোনাজাতের মাধ্যমে করা হয়।