বাহুবলে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। এ সময় পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে দু’গ্র“পে উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বেদীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদের নেতৃত্বে একগ্র“প ও সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল মিয়ার নেতৃত্বে অপর গ্র“প পুষ্পস্তবক অর্পণ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। হেলাল গ্র“পের নেতাকর্মীদের অভিযোগ, জুনায়েদ গ্র“পের নেতাকর্মীরা তাদের পুষ্পস্তবক ছিড়ে ফেলেছে। এ ঘটনায় শহীদ মিনারের সামনে উত্তেজনা সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি জানাজানি হলে উভয় গ্র“পে উত্তেজনা সৃষ্টি হয়।
Leave a Reply