সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে এক মহিলার হামলা ও স্বর্ণালঙ্কার, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত স্বপনা রানী বিশ্বাস নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরনে জানা যায়, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর গ্রামের রবি বিশ্বাস ও কবি বিশ্বাসের সাথে স্বপনা রানী বিশ্বাসের বিভিন্ন বিষয়াটি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ১৪ ডিসেম্বর বিকালে রবি বিশ্বাস ও কবি বিশ্বাস তাদের লাটিয়াল বাহিনী নিয়ে স্বপনা রানী বিশ্বাস এর বসতঘরে প্রবেশ করে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা জোরপূর্বক নিয়ে যায়। স্বপনা রানী বিশ্বাসের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্বপনা রানী বিশ্বাসকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।