,

নবীগঞ্জের দারুল হিকমাহ্ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর নবীগঞ্জের দারুল হিকমাহ্ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে সকল ৭টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ ঘটিকা থেকে বিভিন্ন ইভেন্টে খেলা শুরু হয়। এর মধ্যে ছিলো ক্রিকেট, ব্যাডমিন্টন, মোরগের লড়াই ও জাতীয় খেলা হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই বর্তমান ছাত্রসমাজ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তথ্য প্রযুক্তি জ্ঞানে চারদিক আলোকিত করতে হবে। দেশ ও জাতিকে উন্নত সমাজ উপহার দিতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আঃ মান্নান, মোঃ তারেকুল ইসলাম। পরিশেষে মাদ্রসার প্রিন্সিপাল মেহমান ও উপস্থিত সকলের সমৃদ্ধি কামনা করে মহান বিজয় দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।


     এই বিভাগের আরো খবর