,

গোপায়ায় রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনকালে এমপি আবু জাহির- আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনে বদ্ধ পরিকর

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকারের আমলে সারাদেশের ন্যায় হবিগঞ্জের রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে ২৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের গোপায়া-পাইকপাড়া সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের বারোটা বাজায়। তারা দেশে জঙ্গিবাদের সৃষ্টি করে। আর আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনে বদ্ধ পরিকর। ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নূরুজ্জামান চৌধুরী, আব্দুস সামাদ, সামছুদ্দিন আহমেদ বকুল, আব্দুস সালাম আরজু, শুকুর আলী, বাবুল আহমেদ, হাফিজুর রহমান পিংকু, হোসাইন মোঃ আক্তার প্রমুখ।


     এই বিভাগের আরো খবর