হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের সরকার। এ সরকারের আমলে সারাদেশের ন্যায় হবিগঞ্জের রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকালে ২৫ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের গোপায়া-পাইকপাড়া সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের বারোটা বাজায়। তারা দেশে জঙ্গিবাদের সৃষ্টি করে। আর আওয়ামী লীগ জঙ্গিবাদ দমনে বদ্ধ পরিকর। ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, নূরুজ্জামান চৌধুরী, আব্দুস সামাদ, সামছুদ্দিন আহমেদ বকুল, আব্দুস সালাম আরজু, শুকুর আলী, বাবুল আহমেদ, হাফিজুর রহমান পিংকু, হোসাইন মোঃ আক্তার প্রমুখ।