,

নবীগঞ্জের নতুন বাজারে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের নতুন বাজারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক স্বাস্থ্যকর্মী মৃত্যুপথযাত্রী। তিনি নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। সুত্র জানায়, ওই স্বাস্থ্য সহকারি নবীগঞ্জে কর্মরত। গতকাল ওই সময় নবীগঞ্জ উপজেলার বদরদি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে মোটর সাইকেলযোগে হবিগঞ্জ আসছিলেন। উল্লেখিত স্থানে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর