বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা সদরের দোয়াখানি গ্রামে বিয়ে বাড়ির গেইট পুড়ানো নিয়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সুত্র জানায়, ওই গ্রামের নাসির মিয়ার কন্যা হাসনুন বেগম (২০) এর সাথে যাত্রাপাশা গ্রামের মিজান মিয়ার বিয়ের দিন ধার্য্য ছিল গতকাল। তিন দিন আগ থেকেই নাসির মিয়ার বাড়িতে বিয়ের গেইট নির্মাণ করা হয়। গত রবিবার গায়ে হলুদ শেষে গভীর রাতে এই গেইটটি কে বা কারা আগুনে পুড়িয়ে দেয়। সকালে নাসির মিয়া জানতে পারে প্রতিবেশী আজমান মিয়া ও তার লোকজন গেইটি পুড়িয়ে দেয়। এ নিয়ে নাসির মিয়া ও আজমান মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় এমদাদুল হক (২০), আকবর হোসেন (২৫), মিসবাহ মিয়া (২০), শরীফ মিয়া (৩৫), শাবুল মিয়া (৩৫), নিসরা মিয়া (২৪), মিজান মিয়া (৩৫), বকুল মিয়া (১৭), জজ মিয়া (৩৫) ও সালেক মিয়া (৪০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত মহিলাদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ দিকে টেটাবিদ্ধ অবস্থায় শাবুল মিয়া ও এমদাদুল হককে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Leave a Reply