October 4, 2024, 11:35 am

চুনারুঘাটের কেউন্দা গ্রামে দানবীর গিয়াস উদ্দিনের জি.আর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ ৩০ ডিসেম্বর

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর গিয়াস উদ্দিন প্রতিষ্ঠিত জি.আর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ হবে আগামী ৩০ ডিসেম্বর শুক্রবার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে (লন্ডনী বাড়িতে)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহমুদ হাসান। জি.আর ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জের এডিসি মো. সফিউল আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুহিন আফরোজ, গ্লোব-জনকন্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম ও তোফায়েল আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, চুনারুঘাট পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, চুনারুঘাট পৌর মেয়র মো. নাজিম উদ্দিন সামছু, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়াসহ আরোও অনেক নেতৃবৃন্দ। সভায় সকাল ১০টায় অতিথি বরণ, ১১টায় আলোচনা সভা, সাড়ে ১২টায় জি.আর ফাউন্ডেশন ইউকে’র আত্মপ্রকাশ ও চক্ষু শিবিরের উদ্বোধন। বেলা দেড়টায় ‘ফাতেমা-নূর’ খেলার মাঠ ও এর পাশে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জি.আর ফাউন্ডেশন ইউকে’র ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.