ছনি চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের বিজনারপাড় নামক স্থানে গত সোমবার রাত সাড়ে ১২টার সময় এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ও পাথর বুঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে ও বাস চালকসহ ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর ১ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই বিমল ভৌমিক সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ট্রাক চালকের নাম সাগর মিয়া (২৮)। তার বাড়ি ঢাকায়। তার স্বজনদের সাথে কথা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক শেরপুর হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে ।