প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের অভয়নগরস্থ আরমান উল্লাহ ইসলামিক একাডেমী এন্ড হাই স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। একাডেমীর সভাপতি মাও: মুশাহীদ আলীর সভাপতিত্বে শিক্ষক আশরফুল ইসলামের পরিচালনায় অভিভাবক ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্জ ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের স্বনামধন্য শিক্ষক প্রভাষক মুজতাহিদ উদ্দীন, অত্র প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা সদস্য, সিলেট আল আমীন জামেয়ার সাবেক শিক্ষক, ইংল্যান্ড প্রবাসী মাও: মুস্তাকিম আলী বুরহানী, নবীগঞ্জ ইসলামিক রির্চাস সেন্টারের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক মাও: আব্দুর রকীব হক্কানী ও কাউন্সিলর মো: সুন্দর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র প্রতিষ্ঠানের রেক্টর মো: লুৎফুর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মাও: জুবায়ের আহমদ, শিক্ষক হাফিজুর রহমান, রুবেল আহমদ, সুরাইয়া আক্তার সুমি, ফয়সাল আমীন, আব্দুল আহাদ তালুকদা এবং অভিভাবক মুবাশ্বির আলী প্রমুখ। আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজনীন সুলতানা , সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল ফজল, ফারজানা আক্তার সুমি, মাও: আব্দুল মুকিত পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিয়া ও ডা: হাবিবুর রহমান সহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আরমান উল্লাহ ইসলামিক একাডেমী নবীগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অনাকাড়িখত কিছু সমস্যার কারণে কিছুদিন প্রতিষ্ঠানটির অগ্রগতির ধারাবাহিকতা সামান্য বাঁধাগ্রস্থ হলেও বর্তমানে পরিচালকদের দক্ষ পরিচালনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আশার সঞ্চার করে চলেছে। উক্ত প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করা শুধু পৌরসভার মেয়র হিসেবে নয়, নবীগঞ্জের একজন নাগরিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব। পরিচালকবৃন্দ ও শিক্ষকগণ প্রতিষ্ঠানের জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে যে পরিশ্রম করছেন তার সাথে অভিভাবক ও সূধীজনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি অচিরেই নবীগঞ্জের সেরা প্রতিষ্ঠানে পরিনত হবে।