,

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি)’র সভা গতকাল ২৭ ডিসেম্বর ২০১৬ খ্র্রি. মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিতে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক সময়ের সম্পাদক মোঃ আলাউদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, পৌর সচিব মোঃ আজম হোসেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ম্যানেজার কালীকৃষ্ণ দাশ, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, আশা’র সহ. এ্যানেজার মোঃ শামীম উদ্দিন, সাবেক প্যানেল মেয়র-৩ যোথিকা দাশ, সাবেক সংরক্ষিত কাউন্সিলার দেবলা দাশ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সিন্ধু কুমার পাল, পৌরসভার সহ. প্রকৌশলী ভবি মজুমদার, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, পৌরসভার ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী প্রধান সহকারী সরাজ মিয়া, সহ. কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদান সুপার ভাইজার এলেমান আহমদ চৌধুরী, জুয়েল চৌধুরী, জীবন বীমার আমিনুল ইসলাম চৌধুরী শামীম, বিন্দু কুমার পাল, মাজেদা বেগম চৌধুরী, শাহানা বেগম চৌধুরী, হাছনা বেগম, মোঃ সফিকুল ইসলাম, ফুলন সুত্রধর প্রমূখ। সভাপতির বক্তব্যে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পৌর করের উপর সর্বাধিক গুরুত্বারোপ করে বলেন- ‘শহর সমন্বয় কমিটি, পৌর পরিষদ ও প্রানপ্রিয় নবীগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগীতায় আমরা যদি পৌর কর আদায়ে ৮০ শতাংশে পৌছতে পারি তাহলে আগামী অর্থ বছরে ইউজিপ-৩ তে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ আর ঐ সংস্থায় ঢুকতে পারলে নবীগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক সব কাজ হবে, কিছুই বাদ থাকবে না।’ তিনি আগামী ১ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুল’ আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন হবে বলে ঘোষণা দেন। এছাড়াও তিনি টি.এল.সি.সি’র সম্মানীত সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


     এই বিভাগের আরো খবর