স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সুজিনা বেগম নামের এক মহিলাকে ধর্ষণের চেষ্ঠার অভিযোগে বাউসা ইউপি’র প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিনকে কে গ্রেফতার করেছে পুলিশ। ওই ইউনিয়নের দক্ষিনগাঁও গ্রামের মৃত আছকর উল্লাহর কন্যা নির্যাতিত সুজিনা বেগমের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত ১মার্চ বুধবার রাত সাড়ে ১০ টায় সময় লোকমান মেম্বার সুজিনার বাড়িতে গিয়ে তার মুখে কাপড় দিয়ে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় সুজিনা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে লোকমান মেম্বারের কবল থেকে সুজিনাকে উদ্ধার করে। এ ঘটনায় সুজি বেগম বাদী হয়ে লোকমানকে আসামী করে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ৯/৪(খ) ধারায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার সময় নবীগঞ্জ থানার ওসি এম এম আতাউর রহমান একদল পুলিশ নিয়ে নারীলোভী লোকমানকে গ্রেফতার করে।