,

হবিগঞ্জে পাসপোর্ট অফিসের কর্মকর্তার বিদায়ে সর্ম্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রফিকুল হাসান চৌধুরী তুহিন \ হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা মোঃ ফজলুল হক সরকারের অবসর জনিত বদলী উপলক্ষে বুধবার রাতে সংশ্লিষ্ট অফিস মিলনায়তনে এক বিদায় সর্ম্বধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোঃ সফিউল আলম। প্রধান মুখ্য আলোচক ছিলেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল­াহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রওসুনুজ্জামান সিদ্দিকী, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ সালেহ উদ্দিন আহমেদ জামান, জেলা তথ্য অফিসার মোঃ সালেহ উদ্দিন আহমেদ সহ মৌলভীবাজার জেলা তথ্য অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তা। উপস্থিত ছিলেন, এনএসআই কর্মকর্তা মোঃ ফাহমী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা, হবিগঞ্জের ওই অফিসের অবসর জনিত বিদায়ী কর্মকর্তা ফজলুল হক সরকারের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করে তাকে একজন দক্ষ ও কর্মঠ শুধু নয় অমায়িক ব্যবহার ও সাবলিল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আখ্যায়িত করে পাসপোর্ট প্রদানকারীদেরকে নিরলসভাবে সেবা প্রদানের জন্য তার ভূয়শী প্রশংসা করেন। পরে বিদায়ী কর্মকর্তার সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভুড়ি ভোজের আয়োজন করে সংশ্লিষ্ঠ অফিস।


     এই বিভাগের আরো খবর