,

রোটারীক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের উদ্যোগ রবিদাস পাড়ায় টিউবওয়েল পেয়ে আনন্দ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তাগর এলাকায় প্রধান সড়কের সাথেই অবস্থিত রবিদাস
পাড়া। এখানে যারা বসবাস করেন তাদের আর্থ সামাজিক অবস্থা অত্যন্ত করুন। বিশুদ্ধ পানির জন্য তাদেরকে যেতে হয় অনেক দূর। তেমন সামর্থ না থাকায় তারা বসাতে পাড়ছিলেন না কোন টিউবওয়েল। বিষয়টি নজরে আসলে রোটারী কাব অব হবিগঞ্জ সেন্ট্রাল সম্প্রতি সেখানে একটি টিউবওয়েল বসিয়ে দেন। এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারছেন। গত শনিবার দুপুরে সরজমিনে পরিদর্শনে গেলে কথা হয় তপন রবি দাসের স্ত্রী হেমন্ত রবি দাসের সাথে। তিনি জানান, আগে বহুদূর থেকে পানি আনতে হত। এখন তার বাড়ীর আঙ্গিনায় টিউবওয়েল থাকায় পাণীয় জলের সমস্যা দূর হয়েছে। একই পাড়ার বাবুল রবি দাস তার পাড়ায় টিউবওয়েল বসানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রোটারীক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রতি। মিনতি রবি দাস জানান, এই টিউব ওয়েলের পানি খুব ভাল। এতে আয়রন নেই। সব কাজ করা যায় এর পানি থেকে। গতকাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রোটারীক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট শরীফ উল্লাহ, ডিস্ট্রিক্ট লিডার তবারক এ লস্কর, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, রোটারিয়ান সিরাজুল ইসলাম, রোটারিয়ান অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও রোটারিয়ান মোশাহিদ আলম।


     এই বিভাগের আরো খবর