,

জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে বানিয়াচংয়ের ৫ শ্রমিক নিহত

জুয়েল চৌধুরী ॥ সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় গর্ত মালিক আব্দুস সাত্তারকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার সকালে নিহত জহুর আলীর কন্যা জাকিরুন বেগম বাদী হয়ে গোয়াইনঘাট  থানায় মামলা করেন। অপরদিকে এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ ও আরডিসি আরিফুর রহমান। পুলিশ জানায়, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে শাহাবউদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। গত বছরের ১৩ নভেম্বর একই গর্তে নারী শ্রমিক চম্পা দাস নিহতের ঘটনায় হত্যা মামলায় গর্তের মালিক আব্দুস সাত্তারকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ঘটনায় করা মামলারও প্রধান আসামি আব্দুস সাত্তার। উল্লেখ্য, নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার বিকালে মন্দিরেরজুম এলাকায় গর্ত করে পাথর তোলার সময় পাড়ধসে ঘটনাস্থলে মারা যান চার শ্রমিক। আহতাবস্থায় একজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গোপনে তার মরদেহ বানিয়াচং নিয়ে গেলে রাতে সেখান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র নুর মিয়া (৫০), বানিয়াচং উপজেলার বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত তাজউল্লাহর পুত্র সাদেক মিয়া (৩৫), একই পাড়ার মৃত ইব্রাহিম আলীর পুত্র জহুর আলী (৬৫), জহুর আলীর পুত্র মুজাহিদ মিয়া (২২) ও কন্যা সাকিরুন বেগম (২৬)। এদিকে সাকিরুনের বোন জাকিরুন বাদি হয়ে মামলা করার কারণে হবিগঞ্জ সদর হাসপাতালে সাকিরুনের লাশের ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর