,

নবীগঞ্জে ইউএনও’র সিম ক্লোন করে প্রতারণার চেষ্টা

সলিল বরণ দাশ ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের মুঠোফোনের ব্যবহৃত গ্রামীন ফোন কোম্পানীর সিম ক্লোন করে প্রতারনার চেষ্টার খবর পাওয়া গেছে। প্রতারকচক্র দুই ইউপি চেয়ারম্যানের কাছে প্রজেক্টের নামে টাকা দাবী করে এবং নিবার্হী কর্মকর্তার সিএ মোঃ মাহবুবুর রহমান ও অফিস সহকারী সুব্রত দেব এর নিকট জরুরী প্রয়োজন দেখিয়ে টাকা চায়। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউপির চেয়ারম্যান ও উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইজাজুর রহমান ও বাউসা ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক জানান, গত ২৫ এপ্রিল ইউএনও’র ব্যবহৃত ০১৭৯৪-৬৯৩৫৫৪ মোবাইল নম্বর থেকে কল দিয়ে প্রজেক্টের নাম করে টাকা দাবী করে। অন্য প্রান্থ থেকে তাদেরকে বলা হয়, টিআর ও কাবিখার বরাদ্দের জন্য টাকা দিতে হবে। এ সময় কথাবার্তায় সন্দেহ হলে তারা বিষয়টি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে প্রতারনার বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে ইউএনও তৌহিদ বিন হাসান বলেন, একটি প্রতারক চক্র মোবাইল নম্বর ক্লোন করে এ কাজ করেছে। এ বিষয়ে তিনি নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে অফিসিয়াল ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ ও বার্তা পাঠিয়েছেন। এ বিষয়টি তাৎক্ষনিক ভাবে নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান ও গ্রামীনফোন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।


     এই বিভাগের আরো খবর