,

হবিগঞ্জ পৌরসভায় ২য় দিনের মতো অবৈধ দখলমুক্তকরন ও ড্রেন উন্মুক্তকর

নস্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ শহরের কালীগাছতলা-শশ্বানঘাট বাইপাস সড়ক সংলগ্ন পানি নিস্কাশনের খাল এক্সকেভেটরের মাধ্যমে অবৈধ দখলমুক্তকরন ও ড্রেন উন্মুক্তকরনের কাজ পরিচালিত হয়েছে দ্বিতীয় দিনের মতো।
সোমবার দক্ষিণ অংশে এ অভিযান পরিচালিত হয়। এর পূর্বে প্রথম দিন রবিবার উত্তর অংশে এক্সকেভেটরের মাধ্যমে কাজ হয়। হবিগঞ্জ শহরের পানি নিস্কাশনে অন্তরায় বাইপাস রোডর পার্শ্ববর্তী খাল অবৈধ দখল মুক্ত করে খাল পুনরুদ্ধার করার জন্য এলাকাবাসী হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছের কাছে দাবী জানান। তারা মেয়রকে জানান পৌরসভা বড় ড্রেন উন্মুক্ত করার উদ্যোগ নিলে এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকাবাসীর আহবানে সাড়া দিয়ে মেয়র আলহাজ্ব জি, কে গউছ তাৎনিকভাবে এক্সকেভেটরের মাধ্যমে এ খাল উন্মুক্তকরনের জন্য পৌরসভার পক্ষ হতে উদ্যোগ নেন।  মেয়র আলহাজ্ব জি, কে গউছ গত রোববার সকাল ন’টায় উপস্থিত থেকে এ খনন কাজ শুরু করেন। এসময় পৌর কাউন্সিলর দীলিপ দাস, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন উপস্থিত ছিলেন। সোমবারও দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে পৌরসভার এ অভিযান। উল্লেখ্য কালীগাছতলা ও শ্মশানঘাট বাইপাস সংলগ্ন রেলের খাল হয়ে হবিগঞ্জ শহরের ২, ৩, ৫ ও ৪ নং ওয়ার্ডের একাংশের পানি নিস্কাশিত হয়ে আসছে দীর্ঘদিন যাবত। কিন্তু কালক্রমে এসকল খাল ও জমি ভরাট হয়ে যাওয়ায় শহরের একটি বড় অংশের পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে শহরবাসী বৃষ্টিমওসুমে জলজটের কারনে ভোগান্তির শিকার হয়ে আসছেন। এ ভোগান্তি দুর করার জন্য এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এক্সকেভেটরের মাধ্যমে ড্রেন উন্মুক্তকরন শুরু করেছেন। মেয়র আলহাজ্ব জি, কে গউছ বলেন যত কঠিনই হোক জনগনের সহযোগিতায় হবিগঞ্জ পৌরসভা জনগনের ভোগান্তি দুর করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর