,

আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ!

সময় ডেস্ক ॥ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’র সমীকরণটা বেশ জমে উঠেছে। একমাত্র ক্রোয়েশিয়া  গ্রুপ ‘ডি’ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। রাশিয়া বিশ্বকাপের অন্যতম সেরা দল আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের আশা শূন্য রেখায় ঝুলছে। নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে জিততে হবে নাইজেরিয়ার বিপক্ষে। তাতেই শেষ হবে না কাজ। প্রার্থনা করতে হবে আইসল্যান্ডের হারের জন্যও। এমন এক ম্যাচের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের সেরা দল নিয়ে মাঠে নামবে না তারা। আর তাতে করে সুবিধাই পেয়ে যাবে আইসল্যান্ড। কারণ বরফের দৈত্যরা যদি ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারে তবে গোল ব্যবধানে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবণা বেশি থাকবে তাদের। আর আর্জেন্টিনা এবং আইসল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে সমতা নিয়ে শেষ করে। তবে আর্জেন্টিনা বিদায় নেবে। আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার দল কেমন হতে পারে তার ইঙ্গিত দিলেন দেশটির রক্ষণভাগের খেলোয়াড় ডিয়াজ লভরেন। লিভারপুলে খেলা ক্রোয়াট ডিফেন্ডার বলেন, ‘আইসল্যান্ডের বিপক্ষে আমাদের ম্যাচ নিয়ে মেসিদের চিন্তার বিষয়টি আমরা ভালোমতোই বুঝতে পারছি। আমাদের কাছে তাদের প্রত্যাশা যেন পূর্ণ শক্তির দল নিয়ে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামি। কিন্তু আমাদের সমস্যার বিষয়টাও ভাবতে হবে। ‘আইসল্যান্ডের বিপক্ষে দলের সেরা কিছু খেলোয়াড় মাঠের বাইরে থাকতে পারেন উল্লেখ করে লভরেন বলেন, ‘আমাদের ছয়জন ফুটবলার হলুদ কার্ডের খড়গে আছে। আমাদের উচিত তাদেরকে না খেলানো। আমাদের অবশ্যই হলুদ কার্ডের ব্যাপারটা মাথায় নিয়ে দল নির্বাচন করতে হবে। তবে আমাদের সকল খেলোয়াড় মাঠে নামতে প্রস্তুত। কারা খেলবে তা আমাদের কোচই ঠিক করবেন।’ ক্রোয়েশিয়া দলের ইভান রাকিটিচ, মারিও মানজুকিচ, আন্তে রেবিক, সিমে ভারসালজিকো, মার্সেলো ব্রোজোভিচ এবং করলুকা হলুদ কার্ডের খড়গে আছেন। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তাদের যে কেউ। এছাড়া ক্রোয়েশিয়া দলের মূল গোলরক্ষক দানিয়েল শুভাসিচকে বসিয়ে রাখতে পারেন গ্রুপ পর্বের শেষ ম্যাচে। তবে লভরিন বলেন, ‘কারা মূল একাদশে থাকবে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা তাদের বিপক্ষে জিততে চাই এবং গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’


     এই বিভাগের আরো খবর