,

এমপি বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল ২ ইউপি’র লোকজন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের আউশকান্দি বাজার শহীদ কিবরিয়া চত্ত্বরে ব্যবসায়ীর উপর হামলার ঘটনার প্রতিবাদে লাটিসোটা নিয়ে কুর্শি ইউনিয়নের কয়েকটি গ্রামের সহ¯্রাধিক জনতার রাস্তায় অবস্থান। এ যেন প্রতিবাদী জনতার বিস্ফোরণ ঘটে। পরে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ, বজলুর রশিদ, মুহিবুর রহমান হারুন, ভারপ্রাপ্ত চেয়াম্যান শাহ সুজন আহমদসহ নবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গের আপ্রান প্রচেষ্টায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল কয়েক হাজার জনতা। স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার আউশকান্দি কিবরিয়া চত্বরে কুর্শি গ্রামের হুমায়ুন খানের খান কনফেকশনারী দোকানে বসে থাকা অবস্থায় কুর্শি গ্রামের মাহমদ খানের ছেলে রাহিম খান (২৫) কে আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের তাহিদ, মোঃ জিলু, রফি, হুমায়ুনসহ কয়েকজন লোক দোকান থেকে বের করে লাটিসোটা দিয়ে বেদরক ভাবে পিটিয়ে তার একটি হাত ভেঙ্গে দেয়। এ সময় ওই দোকানে থাকা একই গ্রামের আরো কয়েকজন এর প্রতিবাদ জানালে তাদেরকে ও লাটি দিয়ে মারপিট করা হয়। এ সময় হামলাকারীরা দোকানে ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনার প্রতিবাদে কুর্শি গ্রামের সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে কুর্শি, ষাটকাহন, ফুটারমাটি, নোয়াগাও গ্রামের হাজারো লোক দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে কুর্শি বাস স্টেশনে জড়ো হয়ে কিবরিয়া চত্বরে প্রতিবাদ জানানোর জন্য রওয়ানা দিলে পথিমধ্যে প্রতিবাদকারীদের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বিয়ষটি সালিশে সমাধান করবেন বলে তাদেরকে সংঘর্ষের হাত থেকে রক্ষা করেন। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের নেতৃত্বে সংঘর্ষ থামাতে কিবরিয়া চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।


     এই বিভাগের আরো খবর