,

আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ বাংলাদেশের ২ বছরের আলী

সময় ডেস্ক ॥ সামনে পা দিয়ে অফ সাইডে দারুণ কাভার ড্রাইভ করছে। মুখের ভঙ্গি আগ্রাসী। কিন্তু কোনো বলে ক্রস ব্যাট দিচ্ছে না। বাংলাদেশের দুই বছরের শিশু আলীর ব্যাটিং করার দৃশ্য এটি। ঘরের মধ্যে আলীর অনুশীলনের
ওই ভিডিও আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে পৌঁছে গেছে। আইসিসি তার ক্রিকেট অনুরাগ এবং ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে। তাকে আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ ঘোষণা করেছে সংস্থাটি। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে আলীর ব্যাটিং করার ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর আলীর বাবা তার ছেলের ব্যাট করার ভিডিও আইসিসির কাছে পাঠায়। আইসিসি ভিডিও দেখে মুগ্ধতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে। তাতে লিখেছে, “তার বয়স সবে দুই বছর। কিন্তু অফ সাইডে তার কাভার ড্রাইভ এবং ব্যাটিং টেকনিক দেখা সত্যিই চমকপ্রদ ব্যাপার। আলী তোমাকে আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ ঘোষণা করা হলো।”আলী ব্যাট করার সময় তাকে বল করছিলেন তার বাবা। ভিডিওটির শেষাংশে দেখা গেছে, আলীর বাবা তাকে বলছেন, শেষ ছয় বলে মাথার ওপর দিয়ে চারটি ছয় মারতে হবে। দারুণ সব কাভার ড্রাইভ এবং স্ট্রেট ড্রাইভ খেলা আলী ওই কথায় তার ব্যাটিং ধরন পাল্টে ফেলে, শুরু করে ছয় মারা। আলীর বাবার প্রশংসা করে আইসিসি লিখেছে, ‘বাবা তোমাকে আরও সাহায্য করলে একদিন বাংলাদেশের হয়ে দারুণ কিছু করবে তুমি।’ আলীর ওই ব্যাটিংয়ের ভিডিও আইসিসির ‘ফ্যান অব দ্য উইক’ হিসেবে নির্বাচিত হওয়ার পর অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এছাড়া টুইটারে অনেকে আলীর প্রশংসা করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন। ফারহান নামের একজন আলীর উদ্দেশ্যে টুইট করেছেন, ‘ওয়াও, চ্যাম্পিয়ন এটা ধরে রাখো।’ আরেকজন টুইট করেছেন, ‘কি দারুণ কাভার ড্রাইভ। সে আমাকে ইয়াসির হামিদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’ সাথী নামের একজন লিখেছেন, ‘তার মতো বাচ্চার ব্যাট থেকে দ্রুত গতির বলে দারুণ ব্যাট করতে দেখায় আমি মুগ্ধ।’


     এই বিভাগের আরো খবর