,

Exif_JPEG_420

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় শিক্ষক ও তার স্ত্রী সহ আহত ৩

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মৃত আঃ সহিদের পুত্র ছয়শ্রী আঃ হাসিম প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার (৫০), তার স্ত্রী সহকারী শিক্ষিকা রেহেনা আক্তার (৪০) এবং ছোট ভাই মেরাজ মিয়া (৩৫) দেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের বেধড়ক পিটিয়ে একই পরিবারের ০৩ জনকে গুরুতর আহত। জানা যায় যে, গত সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে হাবিবুর রহমান বাহারের নিজ বসতবাড়িতে এ ঘটনাটি ঘটে। আহতদের আত্ম চিৎকারে স্থানীয় আশপাশের লোকজনরা আহত ০৩ জনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অবস্থায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাহার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানকে বিষয়টি মোবাইল ফোনে জানালে, তখন দ্রুতগতিতে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন যাবত ধরে ছয়শ্রী প্রাইমারী স্কুলের জমিসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মৃত আঃ রশিদের পুত্র ইউপি সদস্য শফিকুর রহমান সাফুর সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুর দেড়টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য শফিকুর রহমান সাফু ছয়শ্রী স্কুলের সহকারী শিক্ষিকা রেহেনা আক্তারের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাধা দিলে ইউপি সদস্য শফিকুর রহমান সাফু, মাহবুবুর রহমান, মৃত আঃ লতিবের পুত্র আড়ংবিল স্কুলের শিক্ষক শাহাদত মাষ্টার, প্রাক্তন মেম্বার হাছন আলী গংরা  উত্তেজিত হয়ে তাদের হাতে থাকা লাঠি, রড দিয়ে হাবিবুর রহমানের মাথায় ও হাতে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হাবিবুর রহমানকে বাঁচানোর জন্য তাহার স্ত্রী রেহেনা আক্তার ও ছোট ভাই মেরাজ মিয়া এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদেরকে চুনারুঘাট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা দেখতে এসে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় ০৫ জনকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত সূত্রে জানা যায়। এ ব্যপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা বেগমের সাথে আলাপ করলে তিনি বলেন, ছয়শ্রী আঃ হাসিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মারামারির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর