,

চুনারুঘাটে মাদক ব্যবসায়ী স্ত্রীর বিরুদ্ধে আদালতে স্বামীর মামলা

সংবাদদাতা ॥ চুনারুঘাটে মাদকসেবী স্ত্রীকে পাবার জন্য আদালতে মামলা দায়ের করলেন ব্যবসায়ী স্বামী। মামলায় স্ত্রী ও শ্বশুর আদালতে হাজির হবার জন্য সমন জারী করেন। জানা যায়, আজ থেকে ২ বছর আগে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের গোড়ামী গ্রামের আদম ব্যবসায়ী আব্দুল মতিনের কন্যা ফাহিমা আক্তার (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শায়েস্তাগঞ্জ নিজগাও গ্রামের মকসুদ আলীর পুত্র ফার্নিচার ব্যবসায়ী রুবেল মিয়া (৩০) এর।  এক পর্যায়ে পরিবারের অমতে কোর্ট এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর শায়েস্তাগঞ্জ বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে তারা। এদিকে, ফাহিমা মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এতে রুবেল প্রতিবাদ করলে ফাহিমা ক্ষিপ্ত হয়ে উঠে। শুধু তাই নয়, সে মাদক সেবন ও শুরু করে। ফাহিমা সম্প্রতি তার পরকিয়া প্রেমিক রুমেলকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরন করে। এ ফাঁকে সে রুমেলের ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তার পরকিয়া প্রেমিক সিএনজির ড্রাইভারের সাথে ফাহিমা পালিয়ে যায়। বর্তমানে ফাহিমা ও তার আদম ব্যবসায়ী পিতা গোড়ামী তাদের বাড়িতে মাদক ব্যবসাসহ নানা অনৈতিক কার্যকালাপ চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে রুমেল গত সোমবার আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ফাহিমাসহ তার পিতাকে আদালতে হাজির হবার জন্য সমন জারী করেন।


     এই বিভাগের আরো খবর