,

নবীগঞ্জে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন আজও উদ্ধার হয়নি পলি রায়

স্টাফ রিপোর্টার ॥ অপহরণের প্রায় দুইমাস অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের নারায়ন চন্দ্র রায়ের মেয়ে পলি রায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, ক্ষমতাসীন দলের সন্ত্রাসী নুর আলম ও মোল্লা ওমরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জোরপূর্বক পলি রায়কে তুলে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পলি রায়কে উদ্ধারে পুলিশ কতটুকু আন্তরিক এ ব্যাপারে কোনরূপ তৎপরতা আছে কিনা সে ব্যাপারে পলি রায়ের পরিবার সন্ধিহানের মধ্যে দিয়ে দিন কাটছে। এ প্রতিবেদকের কাছে অপহরণকৃত পলি রায়ের পিতা নারায়ন চন্দ্র রায় জানান, যারা আমার মেয়ে পলি রায়কে অপহরণ করেছে সে ব্যাপারে আমি পুলিশকে জানানোর পরও পুলিশ তার মেয়েকে উদ্ধারে কোন চেষ্টাই করেনি। কয়েকবার থানায় গিয়েও ধর্না দিয়ে তিনি একেবারে হতাশ হয়ে পড়েছেন। কারন-চিহিৃত সন্ত্রাসীরা পলি রায়কে অপহরণ করার পরও প্রায় দুই মাস অতিবাহিত হলেও এবিষয়ে পুলিশ উল্লেখ যোগ্য কোন ভুমিকাই গ্রহন করছে না। গত ২০ মে ২০১৯ইং মতাসীন দলের সন্ত্রাসী নুর আলম ও মোল্লা ওমরের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী পলি রায়কে একটি কালো রংয়ের মাইক্রোতে করে জোরপূবক তুলে নিয়ে আউশকান্দি আঞ্চলিক সড়ক দিয়ে চলে যায়। এ ব্যাপারে পলি রায়ের ভাই পার্থ সারথী রায় নয়ন থানায় একটি অপহরণের জিডি দায়ের করেন এবং নবীগঞ্জের নেতৃস্থানীয় লোকদের এ ঘটনার বিষয়ে অবগত করেন। এ সময় পুলিশ পলি রায় দ্রুত উদ্ধারের আশ্বাস প্রদান করে। কিন্তু প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনার সাথে প্রত্যভাবে বর্তমান ক্ষমতাধর আওয়ামীলীগ সরকার দলের নেতা ও গডফাদার ছাবির মিয়ার মদদে সন্ত্রাসী নুর আলম ও মোল্লা ওমর তাকে অপহরণ করেছে বলে অপহৃতার ভাই পার্থ সারথী রায় নয়ন আমাদের অবগত করেছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পলি রায়কে উদ্ধারের ব্যাপারে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়।


     এই বিভাগের আরো খবর