,

নবীগঞ্জে স্কুল ছাত্রীর উপর হামলা, থানায় অভিযোগ দায়ের

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজচৌকি গ্রামের প্রতিপক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত হয়েছে হরিধরপুর শাহ্ তাজ উদ্দিন কোরেশী (রহ.) উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী (১৩)। উক্ত হামলার ঘটনায় ৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর পিতা মোঃ আব্দুল হামিদ। অভিযোগ সুত্রে জানা যায়, মামলার বাদী মোঃ আব্দুল হামিদের বড় ভাই আঃ হান্নানের কাছে টুনাকান্দি গ্রামের মৃত আঃ রউফ মিয়ার পুত্র মোঃ ফরিদ মিয়ার পাওনা টাকা ছিল। এ নিয়ে আঃ হান্নান ও ফরিদ মিয়ার মধ্যে কয়েকবার বিচার-সালিশ হয়েছে। গত কিছু দিন পূর্বে ফরিদ মিয়ার পাওনা টাকা পরিশোধ করা হয়েছে। যা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছেন। টাকা পরিশোধ করার পরও ফরিদ মিয়া গংরা আঃ হান্নানকে আরো টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে গত শুক্রবার সকাল প্রায় ১১টার সময় নিজচৌকি গ্রামের মুড়িরটেক হাওর সংলগ্ন রাস্তা থেকে ফরিদ মিয়া ও তার লোকজন আঃ হান্নান, আঃ হামিদ এবং তার বোনের ১টি গরু, ১১টি ছোট বড় ছাগল জোর পূর্বক ভাবে নিয়ে যাওয়ার সময় আঃ হামিদের মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী লুবনা বেগম বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে গরু ও ছাগল গুলো ফরিদ মিয়ার গংরা বাড়িতে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। পড়ে স্কুল ছাত্রীর শোর-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা আঃ হামিদ বাদী হয়ে উপজেলার বাউসা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার পুত্র মোঃ ফরিদ মিয়া (৫৫), ফরিদ মিয়ার ২ পুত্র রাসেল মিয়া (২৪) ও তানভীর মিয়া (২০) গংদের আসামী করে গত শুক্রবার রাতে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্ত্তী নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফরিদ মিয়ার বাড়ি থেকে ৫টি ছাগল উদ্ধার করেন বলে জানা যায়।


     এই বিভাগের আরো খবর