,

নবীগঞ্জে যুবতি ও কিশোরীকে পিঠিয়ে আহত, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিয়ের প্রস্তাবে সম্মতি না দেয়ায় ক্ষোভে মেয়ের পিতা- মাতা বাড়িতে না থাকার সুযোগে যুবতি ও কিশোরিকে পিঠিয়ে আহত করেছে একদলভুক্ত লোক। আহত যুবতি কিশোরিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় ওই উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের বকরত পুর গ্রামে। আহতদের সুত্রে জানা গেছে-ওই গ্রামের পল্লী চিকিৎসক মোঃ সুজন মিয়ার কন্যা শাম্মী আক্তার শোভাকে বকরতপুর গ্রামের সবুর মিয়ার পুত্র সামাদের কাছে বিয়ে দেয়ার প্রস্তাব দেয়া হয়। এতে সুজন মিয়া সামাদের কাছে তার কন্যা শাম্মী আক্তারকে বিয়ে দেয়া সম্ভব নয় বলে জানান।  কিন্তু কোন মুহুর্তে  পিছু ছাড়েননি সবুর মিয়া। গতকাল শুক্রবার বিয়ে না দেয়ার জের নিয়ে পল্লী চিকৎসক সুজন মিয়া বাড়িতে না থাকার সুবাধে তার যুবতি কন্যা শাম্মী আক্তার (১৮) রেজি আক্তার রুবা (১০)কে একদল লোক নিয়ে বেধড়ক ভাবে পিঠিয়ে আহত করা হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন শাম্মী আক্তার শোভা জানায়- তাকে ও তার বোন রেজিকে একই গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার পুত্র মোঃ বুজন মিয়ার নেতৃত্বে সেলিম মিয়া, সামাদ মিয়া, রুজি আক্তার, শাপলা বেগম, শাফিয়া বেগম মিলে বেধড়ক ভাবে পিঠিয়ে আহত করেছে। এঘটনায় থানায় মামলা করবেন বলে জানান পিতা সুজন মিয়া।


     এই বিভাগের আরো খবর