,

হবিগঞ্জ আদালত পাড়ায় কার্টিস পেপারের সংকট “৫ টাকার পেপার ৮০ টাকা”

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ আদালত পাড়ায় কার্টিস পেপারের সংকট দেখা দিয়েছে। কতিপয় অসাধু স্ট্যাম্প ভান্ডাররা এই সুযোগটি কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পাঁচ টাকার কার্টিস পেপার ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছে। এতে করে প্রায়ই বিচার প্রার্থী ও আইনজীবিদের সাথে স্ট্যাম্প ভান্ডারদের বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে অনেক স্ট্যামভান্ডাররা অন্যদের লাইসেন্স ব্যবহার করে কিংবা লাইসেন্সবিহীনরাও কার্টিস পেপারের অতিরিক্ত মূল্য আদায় করছেন। ফলে তারা আইনশৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাহিরে থেকে যায়। এছাড়া তাদের এই অপকর্মের কারণে প্রকৃত স্ট্যাস্প ভান্ডাররাও নানা ভোগান্তির শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন মামলায় প্রতিদিন প্রায় ৫ শতাধিক কার্টিস পেপার ব্যবহার করা হয়। অনেকেই কার্টিস পেপার না পেয়ে অসাধু স্ট্যাম্প ভান্ডারদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে দিয়ে কিনতে হয়। প্রায় শতাধিক আইনজীবি জানানা, কার্টিস পেপার যদি সংকট হয় তাহলে বেশি টাকা দিয়ে পাওয়া যায় কিভাবে? কতিপয় স্ট্যাম্প ভান্ডাররা সিন্ডিকেট করে কার্টিস পেপার মজুদ করে সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ মূল্যে বিক্রি করছে। এতে করে সাধারণ বিচার প্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন। না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্ট্যাম্প ভান্ডার জানান, আমাদের কিছু করার নেই, বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত দামে কিনে আনতে হয়, তাই সামান্য লাভে বিক্রি করি। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, কার্টিস পেপারের কোন সংকট নেই। নিয়ম অনুযায়ী ট্রেজারী থেকে স্ট্যাম্প ও কার্টিস পেপার দেয়া হয়। যদি কেউ অতিরিক্ত দাম আদায় করে তাহলে তালিকা তৈরি করে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর