,

নবীগঞ্জের পল্লীতে ২ সন্তানের জননীর পলায়ন

 সংবাদদাতা ॥ নবীগঞ্জের পল্লীতে পরকিয়া প্রেমিকের হাত ধরে স্বামী সন্তান রেখে গৃহবধু নাজমা আক্তারের পলায়ন। এলাকায় নানা মুখরোচক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার স্বামী কৃষক হেলাল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত (২) এ পরকিয়া প্রেমিক ও তার স্ত্রী নাজমা সহ সহযোগীদের আসামী করে মামলা দায়ের করেছেন। জানা যায় উপজেলা সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের কৃষক আব্দুল মুছব্বিরের পুত্র হেলাল মিয়া প্রায় ৭ বছর পূর্বে একই জেলার বাহুবল উপজেলার কাগাউড়া হাদপুর গ্রামের ছাদি মিয়ার কন্যা নাজমা আক্তার (২৮)কে উভয় পরিবারের সম্মতিক্রমে কাবিন মূলে আনুষ্ঠানিক ভাবে বিবাহ করেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল, এরপর তাদের ঔরসজাত ১ মেয়ে ও ১ ছেলের জন্ম হয়। বড় মেয়ে চাঁদনী আক্তারের বয়স ৬ বছর, ছেলে জিহাদ আহমেদ ৩ বছর। স্ত্রী সন্তান পরিবার নিয়ে কৃষক হেলাল মিয়া মোটামোটি সুখ শান্তিতে ছিলেন, ইদানিং গৃহবধু নাজমা আক্তারের বেপরোয়া চলাফেরা ও অশালীন কথাবার্তা প্রায়ই লক্ষ করা যায়। তাকে বার বার বারণ করলেও সে কখনো তা কর্ণপাত না করে গোপনে গোপনে গৃহবধু নাজমা তার বয়সের প্রায় ৬ বছরের ছোট দুঃসম্পর্কের দেবর একই গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র মাহবুবুর রহমান (২২) এর সাথে গভীর পরকিয়া প্রেমের সখ্যতা গড়ে তুলেন, এরই জের ধরে পরকিয়া প্রেমের টানে গত ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে স্থানীয় নবীগঞ্জ সদরে চিকিৎসক এর নিকট যাওয়ার কথা বলে ২টি অবুঝ শিশুকে বাড়িতে রেখে প্রেমিক মাহবুবুর রহমানের হাত ধরে পালিয়ে যায় নাজমা আক্তার। স্বামী কৃষক হেলাল মিয়ার অভিযোগ পালিয়ে যাওয়ার সময় নাজমা আক্তার তার ঘর থেকে মূল্যবান জিনিষপত্র জমি কেনার জন্য রাখা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে উধাও হয় নাজমা। পালিয়ে যাওয়ার পূর্বেও স্বামীর গৃহে থাকাকালীন অবস্থায়ও স্বামীর পরিবারের লোকজনের অগোচরে শক্তি ফাইন্ডেশন নামীয় একটি এনজিও প্রতিষ্ঠান থেকে ওই পরকিয়া প্রেমিক মাহবুবুর রহমানকে স্বামী পরিচয় দিয়ে নাজমা আক্তার ও মাহবুবুর রহমান এর যুগল ছবি ব্যবহার করে ২০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন নাজমা। যাহা ওই পরকিয়া জুটি পালিয়ে যাওয়ার পর তার একটি ঋণের পাশ বইয়ের মধ্যে এই তথ্যটি পাওয়া যায়। এই ঘটনায় নাজমা ও মাহবুবুর রহমানের পরিবারে এবং সামাজিক ভাবে কোন বিচার না পেয়ে নিরুপায় হয়ে হবিগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-২ এতে মামলা দায়ের করেন কৃষক হেলাল মিয়া। উল্লেখিত ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। গোপন সূত্রে প্রকাশ পরকিয়া প্রেমিক জুটি চট্টগ্রামে গিয়ে আত্মগোপন করেছে।


     এই বিভাগের আরো খবর