,

হবিগঞ্জে চোরাইকৃত ৫টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে আন্তঃ জেলা গাড়ী চোর চক্রের গ্যাং লিডারসহ ৪ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে অত্যাধুনিক চোরাইকৃত ৫টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম, হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ মাসুক আলী, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মানিকুল ইসলাম, আদালত পরিদর্শক মোঃ আল-আমিন, ডিএসবি ওসি কাজী কামাল, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেলসহ সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার আরও বলেন, ‘ওই চক্রটি দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১৫’শ সিএনজি অটোরিক্সাসহ বিভিন্ন জাতের গাড়ী চুরি করে আসছে। পুলিশ অভিযান চালিয়ে ভিন্ন-ভিন্ন জেলা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়। এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ওসি মোঃ মাসুক আলী ও ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল সাদা পোষাকদারী পুলিশ। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার আব্দুস সহিদের পুত্র ওই চক্রের গ্যাং লিডার আবু তালেব (৪০) একই গ্রামের তার সহযোগী মৃত সুন্দর আলীর পুত্র জালাল উদ্দিন (৩০), সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার আন্দাইরগাও গ্রামের ইদু মিয়ার পুত্র হেলাল মিয়া (৩০), সিলেট জেলার ওসমানী নগর এলাকার কাপ্তির গ্রামের আশ^ব আলীর পুত্র আলতাব মিয়া (৩০), মৌলভীতবাজার জেলা সদরের অনকপুর গ্রামের মৃত আলম মিয়ার পুত্র হুমায়ন আহমেদ (৩৫) তাদের বিরুদ্ধে আন্ত জেলায় একডজনেরও বেশী নানা অপকর্ম ও চুরি ছিনতাইয়ের মামলা রয়েছে। এর আগে তাদেরকে বিকেল ৪টায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের আদালতে হাজির করা হলে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করে।


     এই বিভাগের আরো খবর