,

‘সেদিক থেকে আমি সৌভাগ্যবান’

সময় ডেস্ক ॥ জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। ধারাবাহিকভাবে অনেক শ্রেুাতাপ্রিয় গান উপহার দিয়েছেন। স্টেজ, অ্যালবাম, চলচ্চিত্রসহ প্রতিটি ক্ষেত্রে একই গতিতে ২০ বছর ধরে কাজ করে চলছেন। আর স্টেজেতো আঁখির তুলনা কেবল তিনিই। দেশ-বিদেশের শো নিয়ে টানা ব্যস্ত সময় পার করছেন। নতুন বছরের টিভি অনুষ্ঠান, নতুন গান রেকর্ডিং নিয়ে যারপরনাই ব্যস্ততা যাচ্ছে আঁখির। এদিকে ২০১৮ সালের শ্রেষ্ঠ কন্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন এ শিল্পী। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? আঁখি বলেন, বেশ ভালো আছি। সময়টা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে। মূল ব্যস্ততাটা কি নিয়ে? আঁখি বলেন, সারা বছরই গান নিয়েই ব্যস্ত থাকতে হয়। এখনও তাই। তবে এখন শোয়ের চাপটা একটু বেশি। যদিও সারা বছরই আমার শোয়ের ব্যস্ততাটা থাকে। তবে এ সময়টায় টানা সময় দিতে হয় স্টেজে। গত ২০ বছর ধরে এভাবেই চলে আসছে। তবে টানা এতটা সময় ধরে স্টেজে কাজ করে আমি শ্রেুাতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা সবার ভাগ্যে জুটে না। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। এভাবেই যতদিন বেঁচে থাকবো গান করে যেতে চাই। কদিন আগেই সেরা নারী কন্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সে বিষয়ে আপনার অনুভূতি ও আবেগের কথা জানতে চাই। আঁখি বলেন, ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য এ পুরস্কার পেয়েছি। আমার বাবা আলমগীর এটি পরিচালনা করেছিলেন। আর রুনা লায়লা আন্টির মতো কিংবদন্তি শিল্পী এর সুর করেছেন। আর সংগীতায়োজন করেছে আমার বন্ধু ইমন সাহা। গানটি গাওয়ার সময় অনেকবার কেঁদেছি। এমনকি এটি রেকর্ড হওয়ার পর আমার মা শুনেও কেঁদেছিলেন। তখনই গানটি নিয়ে একটি প্রত্যাশা তৈরি হয়েছিলো। কিন্তু ভাবিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যাবো। এটা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এ অনুভূতিটা আসলে  বলে প্রকাশ করা যাবে না। আমি চেষ্টা করবো সামনে আরো ভালো ভালো গান শ্রেুাতাদের উপহার দেয়ার।  চলতি বছর আপনার যে গানগুলো প্রকাশ হয়েছে তার থেকে সাড়া কেমন মিলেছে? আঁখি উত্তরে বলেন, এ বছর কয়েকটি গান প্রকাশ হয়েছে আমার। এরমধ্যে ধ্রুব মিউজিক ষ্টেশন থেকে আমার প্রকাশ পাওয়া ‘ল্যায়লা’ গানটি থেকে অনেক সাড়া মিলেছে। এখানে আমি নিজেই পারফর্ম করেছিলাম। সবাই খুব প্রশংসা করেছে। তাছাড়া অন্য গানগুলো থেকেও ভালো সাড়া পেয়েছি। চলচ্চিত্রের গানের কি অবস্থা? আঁখি উত্তরে বলেন, চলচ্চিত্রের গানে আমি স্বাচ্ছ্বন্দ্য অনুভব করি। এরইমধ্যে কয়েকটি নতুন গানের কাজ করা হয়েছে। কয়েকটি প্রস্তাব রয়েছে। ব্যাটে বলে মিলে গেলে সেগুলো করে ফেলবো। মিউজিক ইন্ডস্ট্রির অবস্থা এখন কোন দিকে যাচ্ছে বলে মনে হয় আপনার? আঁখি বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা ভালোর দিকে যাচ্ছে এখন। কারণ গান থেকে আয়ের অনেক মাধ্যম তৈরি হয়েছে। এখনতো ইউটিউব থেকেও আয় আসছে। আমার মনে হয় সামনে অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই সময়ের গান আপনার কেমন লাগে? আঁখি বলেন, আমার কাছে ভালো লাগে বেশ। তরুণরা অনেক ভালো করছে। অনেক ভালো ভালো শিল্পী দেখছি। আমি মনে করি মেধাবিদের সুযোগ তৈরি করার দ্বায়িত্ব সবার। তবে অন্যের গানের চাইতে নিজের মৌলিক গানের উপর জোর দিতে হবে। একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান। অন্যের গান কাভার করাট দোষের কিছু নয়। তবে আগে মৌলিক গানার উপর গুরুত্ব দিতে হবে। কারণ মৌলিক গান শিল্পীর নিজস্বতা বহন করে।‘সেদিক থেকে আমি সৌভাগ্যবান’


     এই বিভাগের আরো খবর