স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এড. মো. আবু জাহির এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি তা সফল করতে সকলে মিলে কাজ করতে হবে। আমরা বঙ্গবন্ধুর বাংলায় কোন খুনিকে দেখতে চাই না। এই দেশ হবে মুক্তিযোদ্ধার বাংলাদেশ। যারা এতিমদের টাকা লুট করে তাদেরকে আমরা আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ, মজুদদারী আর দুর্নীতিবাজ বিরুধী বাংলাদেশ গড়তে। গতকাল রাতে টাউন হলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। এমপি আবু জাহির বিদায়ী বছরের সকল গ্লানি ভুলে গিয়ে নতুন উদ্যোগে ২০২০ সালে কাজ করার আহবান জানান। তিনি হবিগঞ্জবাসীর জন্য নতুন বছরে শেখ হাসিনার উপহার হবে কৃষি বিশ^বিদ্যালয় বলে ঘোষনা করেন। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. মো. আলমগীর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী, সাবেক জাতীয় কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, এড. আবুল ফজল, মুকুল আচার্য্য, সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এড. লুৎফুর রহমান তালুকদার, মর্তুজা হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, মর্তুজ আলী, সাবেক সম্পাদক এড. মনোয়ার আলী, আকরাম আলী, এড. আতাউর রহমান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি এড. নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, চুনারুঘাট আওয়ামীলীগ সভাপতি এড. আকবর হোসেন জিতু, আওয়ামীলীগ নেতা এড. আবু বক্কর ছিদ্দিকী, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, এড. আব্দুল মোছাব্বির বকুল, এড. সুমঙ্গল দাশ সুমন, এড. সুলতান মাহমুদ, এড .শাহ ফখরুজ্জামান, এড. আব্দুল মোন্তাকিম চৌধুরী খোকন, এড. কনক জ্যোতি সেন রাজু, মস্তোফা কামাল আজাদ রাসেল, এড. রুকন উদ্দিন রুকু, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা এড. ফয়জুর রহমান চৌধুরী মোস্তাক, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব খান, স্বপন লাল বণিক, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা কৃষকলীগ সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু ও হবিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ শেবুল মিয়া। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদৎবরণকারী, জাতীয় ৪ নেতা এবং ৭১ এ শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।