,

নবীগঞ্জে একই পরিবারের ৩ জনসহ আরো ৬ জন নতুন আক্রান্তসহ ১৮ জন করোনায় আক্রান্ত

ভয়ে সাধারন মানুষের মাঝে বাড়ছে আতংক

উত্তম কুমার পাল হিমেল : নবীগঞ্জ উপজেলা গত ১ দিন আগে করোনা রোগীর নমুনা সংগ্রহের পরে ফলাফলে আরো ৬ জন নতুন রির্পোট আসলো করোনা সনাক্তের। নতুন আক্রান্তের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ইপিআই টেকনিশিয়ান ১ জন স্বাস্থ্যকর্মী ও ঢাকা ফেরত এক পরিবারে ৩ জনসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে ৫ দফায় নবীগঞ্জে এই পর্যন্ত ৫ জন স্বাস্থ্য কর্মীসহ মোট ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নবীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের হার বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মাঝে অজানা আতংক দেখা দিয়েছে। অনেকেই ভাবছেন বর্তমান সময়ে গণপরিবহন চালু এবং সপিংমল গুলো খোলায় এই আক্রান্তের হার আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল ১২মে (মঙ্গলবার) রাতে আসা রির্পোটে নতুন করে ৬ জন করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। করগাও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের ঢাকা ফেরত ৩ জন, মোক্তাহার গ্রামের ১ জন হেলথ প্রােভাইডার, মথুরাপুরের ১জন বলে নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে। নবীগঞ্জের করগাও ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের ঢাকা ফেরত একই পরিবারের ৩ জনের করোনা আক্রান্তের খবরে পুরো এলাকার আতংক বিরাজ করছে। সুত্রে জানাযায়, ঐ গ্রামের এক ব্যক্তি ঢাকা থেকে আক্রান্ত হয়ে বাড়ীতে এসে প্রকাশ্যে শাখোয়া বাজারসহ বিভিন্ন বাড়ীতে গিয়ে অবাধে ঘোরাফেরা করেছে। তাই পুরুষোত্তমপুর গ্রামকে লকডাউনসহ সকলের করোনার নমুনা পরীক্ষার দাবী জানিয়েছেন গ্রামের লোকজন। এব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য তারা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন। প্রায় প্রতিদিন নবীগঞ্জে করোনার রিপোর্ট পজেটিভ আসার কারনে সাধারন মানুষের মাঝে অজানা আতংক দেখা দিয়েছে। দিনের প্রতিটি ক্ষনেই যেন মানুষজন অপেক্ষায় থাকেন কি খবর আসে আজ।কয়জন নতুন রাগীর খবর আসে এই আতংকেই কাটে সময়। কিন্তু থেমে নেই মানুষের লাগামহীন চলাফেরার। সামাজাক দুরত্ব বজায় রেখে চলা,হ্যান্ড সেনেটাইজার ব্যবহার, স্বাস্থ্যবিধি পালনসহ কোন কিছুরই যেন বালাই নেই তাদের মাঝে। সুত্রে জানাযায়, দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই নবীগঞ্জ স্বাস্থ্যবিভাগ এই গতকাল পর্যন্ত ৩৭৬ জন করোনা রোগীর নমুনা সংগ্রহে করে পাঠানো হয়।এর মধ্যে ১৭৮ জনের নেগেটিভ আর ১৮ জনের পজেটিভ রির্পোট আসে।


     এই বিভাগের আরো খবর