-
- অন্যান্য অঞ্চল, এক্সক্লুসিভ নিউজ, প্রথম পাতা
- জয়পুরহাটের ক্ষেতলাল ও কালাইয়ে গভীর রাতে কালবৈশাখীর তান্ডবে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় মে, ২৭, ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ
- 365 বার পড়া হয়েছে
মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধি : গতকাল ২৬মে (মঙ্গলবার) দিবাগত গভীর রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল ও কালাই থানার কয়েকটি গ্রামে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের সংগে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এসময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার ছিল বলে জানা গেছে। প্রচন্ড বেগে ঝড়-বৃষ্টি হওয়ার সময় ক্ষেতলাল পৌরসভা এলাকার খালিশাবাড়ী গ্রামের জয়নাল মিয়ার ঘরের ওপর গাছ ভেঙ্গে পড়লে ঘরের চালসহ হুড়মুড় করে ভেঙে পড়ে জয়নাল মিয়ার স্ত্রী শিল্পি বেগম (২৭) ও তার ২ শিশু ছেলে নেওয়াজ মিয়া( ৬) ও নিয়ামুল হোসেন (৪) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় জয়নাল মিয়া অন্য ঘরে অবস্থান করায় তার কোন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে কালাই উপজেলার হারুন্জা গ্রামের ছালামত মিয়ার স্ত্রী মরিয়ম বেগমের (৬৮) উপর একটি গাছের ডাল ভেঙে পড়লে তিনিও নিহত হন। জয়পুরহাট জেলার পুলিশ সুপার (এসপি) গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রচন্ডবেগে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে কয়েকশ হেক্টর জমির ফসল। অনেক গাছপালা ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু মানুষ গৃহহীনও হয়েছে। জয়পুরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের বলেন, নিহতদের দাফনকাজ সম্পন্ন করার জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে এবং আরো ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা প্রদান করা হবে।
এই বিভাগের আরো খবর