,

সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ইংল্যান্ডের স্কুল সমূহের ক্লাস

লন্ডন সংবাদদাতা : আসছে সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের স্কুল সমূহের সকল ক্লাস চালু হচ্ছে। এডুকেশন সেক্রেটারী গ্যাভিন উইলিয়ামসন সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন। গতকাল শুক্রবার নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণাদেন। এসময় তিনি জানান, সকল ক্লাসের ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে আনতে সাইনআপ করা হয়েছে। শিশুদের সুরক্ষা ব্যবস্থা সম্পর্কিত গাইডেন্স আগামী পনের দিনের মধ্যে প্রকাশ করা হবে। গেল ২০ মার্চ থেকে করোনা পরিস্থিতির কারনে স্কুল বন্ধ হলেও শুধুমাত্র ফ্রন্ট লাইন কর্মীদের সন্তানরা স্কুলে যাওয়ার সুযোগ ছিলো। আর এ মাসের শুরুতে নার্সারী রিসেভশন, ইয়ার ১ এবং ইয়ার সিক্স এর ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার সুযোগ পায়। এদিকে ইয়ার ১০ এবং ১২ এর ছাত্র-ছাত্রীরা আগামী সপ্তাহ থেকে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে। এডুকেশন সেক্রেটারী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, এখনো অনেক অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। আমরা চেস্টা করছি তাদের উদ্বেগ নিরশনের। তিনি বলেন, আমরা শিশুদের সুস্থতা জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।


     এই বিভাগের আরো খবর