,

স্বাধীনতার ইশতেহার পাঠকারী ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ মারা গেছেন 

মুঃ মুস্তাকিম হুসাইন : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠকারী, আলোচিত চার খলিফা, চারবারের সাংসদ, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক সভাপতি ও পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শাহজাহান সিরাজ গতকাল, বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ( সাবেক এপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারওয়াত সিরাজ ও ছেলে রাজিব সিরাজ সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার পিতার নাম আব্দুল গণি মিয়া ও মায়ের নাম রহিমা বেগম। ১৯৪১ সালের ১লা মার্চ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় জন্মগ্রহণ করা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ১৯৬৪-৬৫ ও ১৯৬৫-৬৬ মেয়াদে দুই বারের নির্বাচিত ভিপি ছিলেন। ১৯৬৯ সালের আইয়ুব বিরোধী গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেন। এরপর ১৯৭০ সালে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালের ৩ রা মার্চ পল্টন ময়দানে ছাত্রজনতার বিশাল সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে অত্যান্ত সাহসিকতার সাথে স্বাধীন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন। এসময় তাকে চার খলিফার এক খলিফা হিসেবে ডাকা হতো। ১৯৭২ সালে বিয়ে করেন তিনি। দেশ স্বাধীন হলে ছাত্রজনতার বিশাল দাবীর প্রতি সমর্থন জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) গঠন করেন এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন। জাসদের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল- ৪ ( কালিহাতী) আসন থেকে ৩ বার সাংসদ নির্বাচিত হন। ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির রাজনীতিতে যোগদান করেন। এরপর বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল -৪ ( কালিহাতি) আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।


     এই বিভাগের আরো খবর