,

হবিগঞ্জে গরু হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারক আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়দরে প্রতারণার মাধ্যমে গরু হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫টায় সদর থানার এসআই খুর্শেদ আলম সাংবাদিকদের সহযোগিতায় দুই প্রতারককে আটক করেন। এ সময় ওই চক্রের মূলহোতা ওই গ্রামের কথিত লন্ডনী আব্দুল আওয়াল পালিয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মানিকগঞ্জের শিবলা গ্রামের খুর্শেদ আলম খোকনের দুইটি গরু অনলাইনে ২ লাখ ৩৮ হাজার টাকায় সাব্যস্থ করে রায়দর গ্রামে আটককৃত আব্দুস সহিদ নামের এক ব্যক্তির নিকট। গতকাল রবিবার সকাল ১০টায় দুইটি গরু নিয়ে আব্দুস সহিদের বাড়িতে আসে। এ সময় আব্দুস সহিদ ও তার সহযোগি সালা উদ্দিন প্রতারণার মাধ্যমে দুইটি গরু হাতিয়ে নিতে চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন গরু দুইটি ও আব্দুস সহিদ এবং সালা উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থলে গেলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। তখন আব্দুস সহিদ ও সালা উদ্দিনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখাকালে তারা থানায় আটক রয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি মাসুক আলী জানান, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর