,

‘দেশের ৪৮ শতাংশ মানুষ মাস্ক পরেন না’

সময় ডেস্ক ॥ করোনায় প্রতিদিন বিপুল মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন অনেকে। মহামারীর এই পরিস্থিতিতেও সচেতন হচ্ছেন না নাগরিকরা। দেশের ৫১ দশমিক ৬ শতাংশ মানুষ করোনাভাইরাসের সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হয়, তা জানেন। এই জনগোষ্ঠীর মধ্যে ৫২ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার করেন। করোনা সম্পর্কে জানাশোনা থাকা সত্ত্বেও বাকি ৪৮ শতাংশ মাস্ক পরেন না। জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়াদের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে জ্ঞান বা সচেতনতার ব্যাপ্তি, মনোভাব এবং এর প্রয়োগ নিরূপণের লক্ষ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা যৌথভাবে তিনটি গবেষণা করে। রাজধানীসহ বিভাগীয় শহরের শিক্ষার্থীদের ওপর পরিচালিত গবেষণায় উঠে এসেছে, শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩২ শতাংশ জানিয়েছেন, তারা বাড়িতে বা বাইরে সামাজিক দূরত্ব না মেনেই আড্ডা দেন। ১৬ শতাংশ চায়ের দোকানে, রেস্টুরেন্টে খাবার খান। যদিও তারা করোনা ভাইরাস সম্পর্কে জানেন। জনসাধারণের মধ্যে পরিচালিত গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসকে প্রাণঘাতি মনে করেন ৭৪ শতাংশ মানুষ। ৭৭ শতাংশ মানুষ মনে করেন, করোনা পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। ৬৯ দশমিক ৮ ভাগ মানুষ করোনাভাইরাস কীভাবে ছড়ায়, সে সম্পর্কে জানেন। নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি ৭০ ভাগ উত্তরদাতা সঠিকভাবে জানেন। এছাড়া মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার বিষয়ে যথাক্রমে ৭৮ দশমিক ৪ ভাগ এবং ৮৭ দশমিক ৬ ভাগ ইতিবাচক ধারণা পোষণ করেন। করোনাভাইরাস সংক্রমণ কীভাবে প্রতিরোধ করতে হবে এই বিষয়ে শতকরা ৫১ দশমিক ৬ ভাগ মানুষ জানেন। কিন্তু মাস্ক ব্যবহার করেন না ৪৮ শতাংশ মানুষ। এই গবেষণা গত মার্চ থেকে আগস্টের মধ্যে পরিচালনা করা হয়। এতে অংশ নেন এক হাজার ৫শ’৪৯ জন।


     এই বিভাগের আরো খবর