,

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও র‌্যাবের অভিযান

৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা

মতিউর রহমান মুন্না : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে শ্রীমঙ্গল ৯ র‌্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী স্থানীয় উমরপুর গ্রামের মৃত রুপধন উল্লার পুত্র ফজল আলী (৫০) এর সুপারি দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে। নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও র‌্যাব। একই সাথে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমাইয়া মমিমের নেতৃত্বে শ্রীমঙ্গল ৯ র‌্যাবের যৌথ অভিযানে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মোঃ ছানোয়ার হোসেনের সহযোগিতায় ইনাতগঞ্জ বাজারের ফজর উদ্দিনের পুত্র মোঃ নাসিম আহমেদ এর ব্যবসা ফজর ষ্টোর (দোকান ও বাসা) অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ফজর আলীর ছেলে নাসিম আহমেদ (২০) কে আটক করা হয়। পরে জরিমানার এক লক্ষ টাকা পরিশোধ করা হলে তাকে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, আমরা ফজর আলীকে নজরদারিতে রাখছিলাম। সে দীর্ঘদিন ধরে পলিথিনের ব্যবসা করছে। তার ব্যবসা প্রতিষ্টান ও বাড়ী থেকে বিপুল পরিমান পলিথিন উদ্ধার করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর