,

শায়েস্তাগঞ্জে রেল লাইনের উপর হাট বাজার ॥ দূর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি ॥ বৃহত্তর সিলেটের বড় জংশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন লোকাল ট্রেন এই জংশন দিয়ে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করছে। গুরুত্বপূর্ণ এই জংশনের দাউদনগর রেল গেইটটি খুবই ঝুঁকিপূর্ণ। গেইটম্যানের অবহেলার কারণে যেকোনো সময় মারাত্মক ধরণের দূর্ঘটনা। রেল লাইনের উপর প্রতিদিন হাটবাজার বসে। ট্রেন আসার সাথে সাথে তারা সটকে পড়ে। আবার যাবার পর আবারও বসে। অভিযোগ রয়েছে গেইট ম্যানকে ম্যানেজ করেই তারা এসব করছে। গতকাল শুক্রবার বিকাল ৩টা ৮ মিনিটে সিলেটগামী পাহাড়িকা ও ঢাকাগামী জয়ন্ত্রিকা একই সময়ে এসে শায়েস্তাগঞ্জ জংশনে অবস্থান করে। এ সময় দেখা যায়, গেইটম্যান নেই। পরে দ্রুত গেইটম্যান এসে গেইট নামিয়ে দেয়। এতে অল্পের জন্য বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। এরকম ঘটনা নিত্যদিনের। স্থানীয়রা বলছেন, এরকম যদি প্রতিদিন হয় তবে ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, রেল লাইনের ওপর দোকান কিংবা বাজার বসা নিষেধ। আমি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেব।


     এই বিভাগের আরো খবর