,

হবিগঞ্জে মাদকসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে শহরে চুরি, ছিনতাই বৃদ্ধিসহ অপরাধ বেড়েছে। তবে পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরতে না পারলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায়ই মাদকসহ ব্যবসায়ীদের আটক করছে। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নজির হোসেনের নেতৃত্বে একদল সিপাহী শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সমাজ্ঞী কানি জোসনার অন্যতম সহযোগী জুয়েল মিয়া (৩০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ উদ্ধার করা হয়। এর আগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর শহরের উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতলসহ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছিল। গতকালকের অভিযানে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জুয়েল যশেরআব্দা এলাকার আনোয়ারুল ইসলামের পুত্র। তবে পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত আছে। কিন্তু অভিযানের সময় মাদক ব্যবসায়ীদের পাওয়া যায় না। খবর নিয়ে জানা যায়, বহুলা এলাকার মৃত রফিক মিয়ার পুত্র আব্দুর রশিদের বাড়িতে প্রতিদিন মাদক বেচাঁকেনা হচ্ছে। এ ছাড়াও শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি হয়।


     এই বিভাগের আরো খবর