,

সদর হাসপাতালে দালাল সন্দেহে এল ব্যক্তিকে রিকশাসহ পুলিশে সোপর্দ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তালিকাভুক্ত দালালরা গা ঢাকা দেয়ায় এখন নতুন দালালরা মাথাছড়া দিয়ে উঠেছে। এখন প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য রিকশা ও টমটম নিয়ে জরুরি বিভাগের সামনে দালালরা অপেক্ষা করতে থাকে। রোগীরা এলেই তাদেরকে ঝাপটে ধরে বিভিন্ন কৌশলে ক্লিনিকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা ও চিকিৎসার নামে গলাকাটা দাম আদায় করে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ মুজিবুর রহমান পলাশ দালাল সন্দেহে একজনকে ধরে রিকশাসহ পুলিশে সোপর্দ করেন। ওই দালাল হল, পইল গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র আব্দুল খালেক (৫০)। জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও জেলা প্রশাসনকে দালালদের তালিকা তৈরি করে দিলে জেলা প্রশাসক কামরুল হাসান নিজেই অভিযানে নামেন। ইতোমধ্যে বেশ কয়েকজন দালালকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দিলে ভয়ে অনেক দালালরা গা ঢাকা দেয়। এ সুযোগ কাজে লাগিয়ে রিকশা চালক ও টমটম চালকরা হাসপাতাল থেকে রোগী ধরে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। বিনিময়ে কমিশন পেয়ে থাকে।


     এই বিভাগের আরো খবর