,

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় মতবিনিময় সভা

জুয়েল চৌধুরী ॥ বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর তারিখে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে অধস্তন আদালতের কর্মচারীদের ৩ দফা দাবি সম্বলিত ব্যানার গতকাল মঙ্গলবার সকালে চীফ জুডিসিয়াল আদালত ভবনের দৃশ্যমানস্থানে টানানো হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলার পক্ষে এসোসিয়েশনের জেলা সভাপতি সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু ও সাধারণ সম্পাদক মোঃ শাকিল মিয়ার নেতৃত্বে মাসুক মিয়া, খালেদ আহমেদ, পঙ্কজসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দাবি সম্বলিত ব্যানার জেলা জজ আদালত ভবন ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে মূল ফটকে টানানো হয়।
এছাড়াও আজ ১১ নভেম্বর সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা থেকেও সকাল ১০ টায় তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক, হবিগঞ্জ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করবেন। হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ আরও জানান- ২৬ নভেম্বরের মধ্যে উক্ত দাবি আদায়ের দৃশ্যমান অগ্রগতি না হলে ২৮ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় প্রেসক্লাব ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


     এই বিভাগের আরো খবর