,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ২৬ নভেম্বর ২০২০ইং দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রথম পৃষ্টায় “নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার স্বাক্ষী হওয়ায় মহিলা ইউপি সদস্যের স্বামীর বিরুদ্ধে ৪ লক্ষ টাকার উকিল নোটিশ” শিরোনামীয় সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। বিজ্ঞাপনী সংবাদ পড়ে অভাক হলাম। দেশবাসী ও পাঠকের উদ্দেশে আমার বক্তব্য হচ্ছেÑ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ইমামবাঔ গ্রামের মৃত ইছাক উল্লার পুত্র সাহিদুর রহমান ঋণ হিসেবে গত ১৮ জানুয়ারি ২০২০ ইং তারিখে আমার কাছ থেকে ৪ চার লক্ষ টাকা গ্রহন করে। সে নির্দিষ্ট তারিখে টাকা পরিশোধ করতে পারেনি। অবশেষে তার একাউন্ট ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখা থেকে ৪ চার লক্ষ টাকার চেক গত ১৩ সেপ্টেম্বর আমার নামে প্রদান করে। ওই চেক নিয়ে ব্যাংকে গেলে কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিমানের টাকা না থাকায় চেক ডিজঅনার করে। নিরুপায় হয়ে আমি বিজ্ঞ আইনজীবির মাধ্যমে তাকে উকিল নোটিশ করি। নোটিশ পেয়ে সে অসৎ উদ্দেশে গত ২৬ নভেম্বর দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় বিজ্ঞাপন আকারে সংবাদ প্রকাশ করে। এতে সে আমাকে জড়িয়ে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। আমাকে জড়িয়ে যে বিজ্ঞাপনী সংবাদ ছাপানো হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রতিবাদকারী
মোঃ এনাম উদ্দিন
পিতা-মোঃ লোকমান উদ্দিন
গ্রাম- ইমামবাঔ
৯নং বাউসা ইউনিয়ন
উপজেলা- নবীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর