মাধবপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ তেলিয়াপাড়া সীমান্তফাড়ির বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে মদ, ফেনসিডিল ও গাঁজা সহ ২ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল জগদীশপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে ইমরান খান কুর্টি এবং একই ইউনিয়নের বেলঘর গ্রামের শিশু মিয়ার ছেলে ছালেক মিয়া। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, তেলিয়াপাড়া সীমান্তফাড়ির টহল কমান্ডার সাইফুল ইসলাম। শুক্রবার দুপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ ব্যক্তিকে ৩ বোতল মদ, ও ৩৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ আটক করে। এ ঘটনায় মাধবপুর থানায় টহল কমান্ডার সাইফুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।