মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার দক্ষিণ বরগ গ্রাম থেকে অপহরণের শিকার এক তরুণী কৌশলে অপহরণকারীর কবল হতে পালিয়ে এসে শনিবার সকালে মাধবপুর থানায় আশ্রয় নিয়েছে। গত ২ মাস আগে মাধবপুর উপজেলার দক্ষিণ বরগ গ্রাম থেকে ওই তরুণীকে অপহরণ করা হয়। এ ব্যাপারে অপহৃতার পিতা হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দক্ষিণ বরগ গ্রামের পলাশকে আসামী করে একটি অপহরণের মামলা করলে আদালত হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অপহৃতার পিতা জানান, তার মেয়েকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভিকটিমকে পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।