প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে সদরঘাট ডিপিও এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়াতর জেলা ব্যবস্থাপক শওকত আমিন, ব্যাংক এশিয়া সদরঘাট ব্যাংকিং এজেন্টে অর্থায়ন করেন শাহ সাজন মিয়া (কালা শা লন্ডনী) এবং উদ্দোক্তা আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া’র অফিসার মোঃ শাকিল মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী দুদু মিয়া, ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, জাপানেতা কাজী জাহানুর, ছাত্রলীগনেতা নুরুল আহমেদ রিয়ান, শাহ আলিনুর প্রমুখ।