,

বাড়ল স্বর্ণের দাম

সময় ডেস্ক ॥ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে দাম বাড়ছে এক হাজার ৯৮৩ টাকা। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। নতুন দর কার্যকর হবে আজ বুধবার থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ আজ বুধবার থেকে বিক্রি হবে ৭৪ হাজার ৬৫০ টাকায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭২ হাজার ৬৬৭ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৭১ হাজার ৫০০ টাকায়, যা আগে ছিল ৬৯ হাজার ৫১৭ টাকা। নতুন দর অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬২ হাজার ৭৫২ টাকায়, যা আগে ছিল ৬০ হাজার ৭৬৯ টাকা। এছাড়া সনাতনী প্রতি ভরি স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৪৩০ টাকা, যা আগে ছিল ৫০ হাজার ৪৪৭ টাকা। রুপার দাম অপরিবর্তিত থাকবে বলে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এরআগে গত ২ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট পুরোদমে চালু না থাকা, বিএসটিআইয়ের সক্ষমতার অভাব এবং নানান দাপ্তরিক জটিলতার কারণে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।


     এই বিভাগের আরো খবর