সময় ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্গিও রামোসর সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তি শেষ হচ্ছে ক্লাবের। আর রামোসকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বড় বেশ কিছু দল। পিএসজি-ম্যানসিটি তার মধ্যে অন্যতম। ওদিকে রামোসকে এক বছরের বেশি চুক্তি দিতে চায় না লস ব্লাঙ্কোসরা। স্প্যানিশ ডিফেন্ডার তাই পিএসজি যেতে চান বলে খবর। ব্লাঙ্কোস প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে রিয়াল সেন্ট্রাল ডিফেন্ডার রামোস সেটা অবগত করেছেন। জানিয়েছেন, পিএসজির পক্ষ থেকে তাকে এবং লিওনেল মেসিকে দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পিএসজি চায় তাদের দু’জনকে ঘিরে নতুন করে পরিকল্পনা করতে। স্প্যানিশ রেডিও এল চেরিংগুইতোর উপস্থাপক পেদ্রোরেল এমনই দাবি করেছেন। তার মতে, রিয়াল প্রেসিডেন্টের বিশ্বাস পিএসজি থেকে কোন প্রস্তাব রামোস পাননি। পিএসজির কিছু কর্মকর্তার সঙ্গে এ নিয়ে পেরেজের কথাও হয়েছে। তিনি তাই এ ব্যাপারে নিশ্চিত। তবে পেদ্রোরেল বলছেন, রামোসের দাবি পিএসজি তাকে প্রস্তাব দিয়েছে। ক্লাবটি তার সঙ্গে বার্সেলোনার ইতিহাস সেরা ফুটবলার লিওনেল মেসিকেও দলে পেতে চায়। তাদের দু’জনকে নিয়ে গড়তে চায় দল। এল চেরিংগুইতোর ওই উপস্থাপক এও বলেছেন, রিয়াল প্রেসিডেন্ট পেরেজ এক বছরের বেশি চুক্তির প্রস্তাব রামোসকে দেবে না। এছাড়া তিনি মনে করছেন, রামোস যদি মনে করে পিএসজি এই করোনাকালে রিয়ালের চেয়ে ভালো প্রস্তাব দিচ্ছে, তবে তা গ্রহণ করতে পারে। পিএসজি সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা জিততে পারেনি তারা। নতুন পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে কোচ মাউরিসিও পচেত্তিনোকে নিয়োগ দিয়েছে প্যারিসের দলটি। ক্লাবটিতে নেইমারের মতো তারকা আছেন। মেসি-রামোসদের ওই তালিকায় যোগ করে স্বপ্নের পথে এগিয়ে যেতে চায় তারা।